লজ্জাজনক হারের পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে চান রাহুল গান্ধী
আমেঠি: ফলাফল প্রকাশ হতেই দেশজুড়ে বিশাল গেরুয়া ঝড়। ৩৫০টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় বসতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ। দলের ভরাডুবির পর কংগ্রেস প্রধানের পদ থেকে পদত্যাগ করতে চান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেঠিতে গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী আসনে হেরে যাওয়া রাহুল দলটির জ্যেষ্ঠ নেতাদের কাছে এই প্রস্তাব করেন।
ইন্ডিয়া টিভির খবর অনুযায়ী, দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ জ্যেষ্ঠ নেতাদের কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। জরুরি এক বৈঠকে নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পুরো দায় নিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের ওই প্রস্তাব দেন তিনি।
যদিও রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখপাত্র রণদ্বীপ সিং সুরেজওয়ালা। তবে ওই সূত্র বলছে, রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবের ব্যাপারে আলোচনা করতে চলতি সপ্তাহেই আলোচনায় বসবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।
৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯০টি আসন।