Sunday, September 15, 2024
দেশ

মিজোরাম সঙ্গে মণিপুরকে গুলিয়ে ফেললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: শিয়রে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। সব দলই জোর দিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারে। রাজনৈতিক আক্রমণে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না। এহেন পরিস্থিতিতে বেমক্কা ভুল করে বিরোধীদের হাতে কটাক্ষের অস্ত্র তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মিজোরামকে গুলিয়ে ফেললেন মণিপুরের সঙ্গে। ভোট মিজোরামে। কংগ্রেস সভাপতি লিখলেন, মণিপুর।

সৈনিক স্কুলের একটি খবরের পরিপ্রেক্ষিতেই ফেসবুকে মিজোরামের জায়গায় মণিপুর লিখে পোস্ট করেন কংগ্রেস প্রধান রাহুল। মিজোরামের ওই সৈনিক স্কুলটি দীর্ঘ ৫০ বছর পর মেয়েদের জন্যও খুলে দেওয়া হয়েছে। কংগ্রেস শাসিত মিজোরামের এই খবরে আহ্লাদে ফেসবুকে পোস্ট করেন রাহুল। তিনি লেখেন, সুযোগ পেলে একটি মেয়ে সব কিছু করতে পারে। মণিপুরের সৈনিক স্কুলের এই মেয়েরাই তার প্রমাণ। এই সাহসিনীদের প্রতি আমার শুভেচ্ছা রইল। তোমরাই দেশের ভবিষ্যত্‍‌। আমরা গর্বিত।

তবে ওই সৈনিক স্কুলটি মিজোরামের। মণিপুরের নয়। বিজেপিও সুযোগ ছাড়েনি। ব্যাস রাহুলের এহেন ভ্রান্ত মন্তব্যের পর গেরুয়া শিবিরে শুরু হয়ে যায় সমালোচনার ঢেউ। বিজেপির তথ্যপ্রযুক্তি প্রধান অমিত মালব্য রাহুলের ফেসবুক পোস্ট টুইটারে তুলে লেখেন, এর থেকেই বোঝা যাচ্ছে, উত্তর-পূর্ব ভারত নিয়ে কংগ্রেসের কতটা তাচ্ছিল্য। এটা চিন্তার বিষয়। রাহুল গান্ধী, বাড়ি গিয়ে একশো বার লিখুন, মিজোরাম ও মণিপুর- উত্তর-পূর্বে দুটি আলাদা রাজ্য। যতদিন কংগ্রেসের প্রেসিডেন্ট থাকব, মনে রাখব।