Sunday, February 9, 2025
দেশ

আরব্য রজনীর আলিবাবা রাহুল, যাকে ঘিরে রেখেছে ৪০ চোর, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: ফের কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল বিজেপি। সোমবার দুর্নীতি ইস্যুতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সবর হলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আলিবাবার মত। যাকে ঘিরে রেখেছে ৪০ জন চোর। রাহুল দেশবাসীকে বোকা বানাচ্ছেন আর তার ৪০ জন সহযোগী সাধারণ মানুষের অর্থ লোপাট করছে। 

রাহুল ও প্রিয়াঙ্কার নামে থাকা দিল্লিতে ৪.‌৬৯ একরের ফার্ম হাউসের তথ্য প্রকাশ্যে আসার পরেই গেরুয়া শিবির তীব্র আক্রমণ শুরু করে। প্রায় সাড়ে ৬ লাখ টাকায় প্রতিমাসে ভাড়া দেওয়া হয় সেই ফার্ম হাউসটি। এ বিষয়ে বিজেপির অভিযোগ, কংগ্রেসের আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, আরব্য রজনীর আলিবাবা রাহুল। আর তার পার্টির সদস্যরা চল্লিশ চোর। সেই তারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এনএসইএল পেমেন্ট দুর্নীতিটি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র আমলে হয়েছিল। প্রায় ৫৬০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।