দেশজুড়ে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের
নয়াদিল্লি: মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কংগ্রেস। রাজধানী নয়াদিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারের সামনেও বিক্ষোভ কর্মসূচী পালন করছে তাঁরা। সেখানে বিক্ষোভ কর্মসূচীতে যোগ দেয় তৃণমূল কংগ্রেসও।
বৃহস্পতিবারেই কংগ্রেস প্রধান রাহুল গান্ধী বলেছিলেন, দিল্লিতে সিবিআই দফতর প্রাঙ্গনেই বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস। বিক্ষোভের নেতৃত্ব দেবেন তিনি। এছাড়াও অন্য জায়গায় সিবিআই দফতরেও বিক্ষোভ দেখাবে কংগ্রেসের দলীয় সদস্যরা।
#WATCH Congress President Rahul Gandhi and Ashok Gehlot lead the protest march to CBI HQ against the removal of CBI Chief Alok Verma. pic.twitter.com/7FNkhoWQCb
— ANI (@ANI) 26 October 2018
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বর্তমানে জনগণের হয়ে লড়াই করার মতো কোনও বিষয়ে কংগ্রেসের কাছে নেই। তাই তাঁরা গুরুত্বহীন বিষয়ে আন্দোলনের চেষ্টা করছে। আমরা এবিষয়ে তদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করব।
Congress doesn’t have any people’s issues to raise that is why they are taking up these non-issues. We should wait for the investigation report: Home Minister Rajnath Singh #CBI pic.twitter.com/BcFkq2nD6Q
— ANI (@ANI) 26 October 2018
বৃহস্পতিবারেই কলকাতার সিবিআই অফিসের সামনে সোমেন মিত্রর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেছিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সিবিআই অধিকর্তার অপসারণ নিয়ে সরব হন কেন্দ্রের বিরুদ্ধে। তাঁর কথায়, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মনে সিবিআই সম্বন্ধে যে সম্ভ্রমের জায়গাটা রয়েছে, তা নষ্ট হয়ে যাবে।
সোমেন মিত্র বলেন, রাফায়েল চুক্তি নিয়ে তদন্ত করতে শুরু করেছিল সিবিআই। তাই ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হল সিবিআই অধিকর্তাকে। এটা একটা বড় ষড়যন্ত্র। যা দিনের আলোর মতো পরিষ্কার। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। রাফায়েল নিয়ে হওয়া দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই এটা করা হল।