Tuesday, March 25, 2025
দেশ

পুরো পরিবারকে সাথে নিয়ে আমেঠিতে মনোনয়ন দাখিল করলেন রাহুল

আমেঠি: পুরো পরিবারকে পাশে নিয়ে আমেঠিতে আজ মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন হেলিকপ্টারে যান আমেঠিতে। তারপর সেখানকার কালেক্টরেট অফিসে। মনোনয়ন পেশ করার সময় রাহুলের পাশে ছিলেন মা সনিয়া, বোন প্রিয়ঙ্কা এবং জামাইবাবু রবার্ট বঢ়রা।

এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে সেখানে ৩ কিমি রোড শো করেন রাহুল। এনিয়ে পরপর দ্বিতীয়বারের জন্য আমেঠি থেকে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির স্মৃতি ইরানি। এর আগে গত বৃহস্পতিবার রাহুল কেরলের ওয়ানাড থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। একতার বার্তা দিতেই দু জায়গা থেকে তাঁর লড়াই, সাফাই দিয়েছেন রাহুল। যদিও বিজেপি অভিযোগ আমেঠি থেকে হারার ভয়ে রাহুল পালিয়ে যাচ্ছেন।

এদিন মনোনয়ন জমা দেওয়ার পর রাহুল বলেন, রাফায়েলে নিয়ে দুর্নীতি হয়েছে। অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি পাইয়ে দিয়ে দুর্নীতি করেছেন চৌকিদার। এদিনের সুপ্রিম কোর্টের রায়কে তিনি স্বাগত জানান। তিনি বলেন ন্যায় দিয়েছে সুপ্রিম কোর্ট।