কেরলের ওয়ানাদ কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী
ওয়ানাদ: সপ্তদশ লোকসভা নির্বাচনে একসঙ্গে দুটি আসন থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বরাবরের মতো উত্তরপ্রদেশের আমেঠি আসন ছাড়াও কেরলের ওয়ানাদ কেন্দ্র থেকেও প্রার্থী হলেন তিনি। ওয়ানদ কেন্দ্র থেকে ভোটে লড়তে আজ মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী।
হেলিকপ্টারে চেপে বৃহস্পতিবার সকালে ওয়ানদে যান রাহুল। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা। কালপেট্টার কালেক্টরেটের অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন রাহুল। হেলিকপ্টার থেকে দু’জন নেমে আসতেই তাঁদের স্বাগত জানান কংগ্রেস কর্মীরা। হাতে দলের পতাকা থেকে শুরুর করে দলীয় নেতাদের ছবি নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা।
Thousands of people have gathered around Wayanad, Kerala for Congress President @RahulGandhi‘s road show after he filed his nomination. #RahulGandhiWayanad #RahulTharangam pic.twitter.com/cri5zAu8Ru
— Congress (@INCIndia) 4 April 2019
রোড শো করে দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন কংগ্রেস সভাপতি। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। গত সপ্তাহে কংগ্রেস জানায় উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি ওয়ানদ কেন্দ্র থেকেও ভোটে লড়বেন তিনি। ওয়ানদে যাওয়ার আগে বুধবার রাতে কোঝিকরে পৌঁছে যান রাহুল। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, মহারাষ্ট্রের সভা থেকে মোদী বলেন, হিন্দুদের অপমান করেছে কংগ্রেস। তাই ওরা হারের ভয় পাচ্ছে। ওরা হিন্দু সন্ত্রাসবাদের মতো শব্দ ব্যবহার করেছে। কংগ্রেস সভাপতি কেরালার এমন একটি আসন বেছে নিলেন যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। ওয়ানদে ভোট ২৩ এপ্রিল আর আমেঠীতে ভোট ৬ মে।