Friday, June 20, 2025
Latestদেশ

মুঘল, ব্রিটিশরা যা করতে পারেনি, সেটাই রাহুল গান্ধী, ওয়াইসি করতে চাইছেন: গিরিরাজ সিং

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির তীব্র সমালোচনা করলেন। গিরিরাজ সিংয়ের দাবি, দেশে গৃহযুদ্ধ বাধাতে চাইছেন রাহুল গান্ধী। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকেও নিশানা করেন তিনি।

বৃহস্পতিবার  সংবাদসংস্থা এএনআইকে গিরিরাজ সিং বলেন, মুঘল, ব্রিটিশরা যা করতে পারেনি, সেটাই রাহুল গান্ধী, কংগ্রেস, টুকড়ে টুকড়ে গ্যাং ও ওয়াইসি করতে চাইছেন। তাঁরা ভারতকে বিভক্ত করতে চান। ভারতে তারা গৃহযুদ্ধ চাইছেন।


এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, অসমে অবৈধ অভিবাসীদের জন্য কেন্দ্র কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করছে না। প্রধানমন্ত্রীর সেই দাবিকে মিথ্যা দাবি করে রাহুল গান্ধী টুইটারে অসমের মাটিয়ায় একটি ডিটেনশন ক্যাম্প তৈরির ভিডিও পোস্ট করেন। রাহুল গান্ধী টুইটারে লেখেন, আরএসএসের প্রধানমন্ত্রী ভারত মাতার প্রতি মিথ্যা বলেছেন।

পাল্টা জবাবে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীকে, ‘মিথ্যার কর্তা’ বলে অভিহিত করেছেন।  তিনি বলেন, রাহুল গান্ধী হলেন জোথন কা সরদার। অসমে কংগ্রেসই তিনটি আটক কেন্দ্র স্থাপন করেছিল। কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকাকালে অসমে আটক শিবির স্থাপন করা হয়েছিল।