বৃহস্পতিবার শবরীমালা ও রাফায়েল মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দানের পর এবার আরও দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাফায়েল চুক্তি ও শবরীমালা ইস্যুতে পুনর্বিবেচনা মামলার রায় দেবে শীর্ষ আদালত। আগামী ১৭ই নভেম্ভর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায়দান করবেন তিনি।
ঋতুকালীন বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের অধিকার এবং রাফায়েল চু্ক্তিতে দুর্নীতির অভিযোগ নিয়ে পুনর্বিবেচনা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। গত ১৪ ডিসেম্বর রাফায়েল চু্ক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ।
অন্যদিকে, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে ঋতুকালীন বয়সী মহিলাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয়। বিচারপতিরা বলেছিলেন, ৫০ বছরের কম বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাকে, ধর্মীয় আচার বলে মেনে নেওয়া যায় না। এই ধরনের নিষেধাজ্ঞা প্রায় অস্পৃশ্যতার শামিল। ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশাধিকার দেয় সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পরে উত্তাল হয়ে ওঠে কেরল। সুপ্রিম রায়ের পরেও ভক্তদের বাধায় একজনও ৫০-এর কমবয়সী মহিলা ঢুকতে পারেননি শবরীমালা মন্দিরে। এই রায় পুনর্বিবেচনার জন্য ৪৯টি আর্জি জমা পড়ে সুপ্রিম কোর্টে।