Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে কোন ৫৮টি দেশ পাশে আছে? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কুরেশি

ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৫৮টি দেশ পাকিস্তানকে সমর্থন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এক টক শোতে কুরেশি এ কথা জানানোর পর তাঁর কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানকে সমর্থনকারী দেশগুলোর নাম জানতে চাওয়া হয়। এতে মেজাজ হারালেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজে এক টক শো চলাকালে কুরেশি কাশ্মীর ইস্যুতে ৫৮টি দেশের সমর্থন পাওয়ার কথা বারবার বলতে থাকেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁর কাছে সমর্থনকারী দেশগুলোর নাম জানতে চান সঞ্চালক। প্রশ্ন শুনেই ক্ষেপে ওঠেন কুরেশি। তিনি বলেন, আপনি কার অ্যাজেন্ডা নিয়ে কাজ করছেন? রাষ্ট্রপুঞ্জে কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে বা করেনি, সে ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? আপনি যা খুশি লিখতে পারেন!

নিজের টুইটারে ইমরান খানের মন্তব্যের সমর্থনে তাঁর করা টুইটের বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে কুরেশি বলেন, না! না! আমি যে টুইটটি লিখেছি তা আমাকে দেখান, প্রধানমন্ত্রী খান যা লিখেছেন তা নয়। আপনি আমার টুইটের কথা বলেছেন। আমাকে সেই টুইটটা দেখান, আমি আমার টুইটটি দেখতে চাই।

টুইট বার্তা দেখানোর পর কুরেশি দাবি করেন, তিনি টুইটটিতে কোনও ভুল খুঁজে পাননি। তিনি বলেন, আমি আগেও যা বলেছি, এখনো তা-ই বলছি। এতে এত অবাক হওয়ার কী আছে? আপনি কার অ্যাজেন্ডা অনুসরণ করছেন?