প্রশ্নপত্রে উত্তর লেখার পরিকল্পনা বাতিল, পুরনো নিয়মেই হবে উচ্চমাধ্যমিক: সংসদ
কলকাতা: ২০১৯ এর মাধ্যমিকে সাতদিনে সাত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়। এই নিন্দনীয় ঘটনা নিয়ে সমালোচনার জল গড়ায় শিক্ষামহল থেকে রাজনৈতিক মহলেও। আগাম সতর্কতা হিসেবে প্রশ্নপত্র ফাঁস রুখতে আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রেই উত্তর লেখার নয়া নিয়মের কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দিল সংসদ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বৃহস্পতিবার বলেন, শিক্ষা দফতরের নির্দেশে পুরনো পদ্ধতিতেই আগামী বছর পরীক্ষা হবে। নয়া পরীক্ষা ব্যবস্থা নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করা হল। সংসদের নয়া ঘোষণা অনুযায়ী, স্কুলের টেস্ট পরীক্ষাও পুরনো নিয়মে হবে।

২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৭ মার্চ পর্যন্ত। তার আগে নভেম্বর মাস থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নিজেদের স্কুলে টেস্ট পরীক্ষা দেবে। গত ৩০ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি ছিল। আগামী সোমবার ফের ছট পুজোর ছুটি। তারপরই উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিনের বিজ্ঞপ্তিতে শব্দ সংখ্যার বিধি কার্যকর থাকছে না। এর আগে এই প্রথম সংসদ উত্তরের জন্য শব্দ সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল। ৪ নম্বরের প্রশ্ন ৮০ শব্দে উত্তর দেওয়া যাবে। ৫ নম্বরের প্রশ্নে ১০০ শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। ৬ নম্বরের প্রশ্নের জন্য বরাদ্দ ১২০ শব্দ। ৭-৮ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে ১৫০ শব্দে। ১০ নম্বরের প্রশ্নের জন্য ২০০ শব্দ এবং ১৫ নম্বরের প্রশ্ন ৩০০ শব্দে উত্তর দেওয়া যাবে। তবে সেই শব্দ সংখ্যার বিধি আপাতত কার্যকর থাকছে না।