Wednesday, January 22, 2025
Latestদেশ

দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়াল ৪.৫ শতাংশে, যা গত ছয় বছরে সর্বনিম্ন

নয়াদিল্লি: গত ৬ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার কমে দাঁড়াল মাত্র ৪.৫ শতাংশ। যেখানে প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশ ছিলো। অর্থনীতিবিদরা আশঙ্কা করেছিলেন, দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি কমে ৪.৭ শতাংশে দাঁড়াতে পারে। কিন্তু তার থেকেও করুণ চিত্র সামনে আসলো।

২০১৩ সালের জানুয়ারি-মার্চের পর এই প্রথম ৫ শতাংশের নীচে নামলো জিডিপি। সেই সময় অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। এই নাজুক অবস্থার পিছনে কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে পণ্যের চাহিদা এবং বেসরকারি লগ্নি হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্ব বাজারে মন্দার জেরে রফতানিও কমে গিয়েছে।


কেন্দ্রীয় সরকার আশা ব্যক্ত করে জান‌িয়েছে, অর্থনৈতিক বৃদ্ধির গতি ফের বাড়াবে। গত কয়েক মাসে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি লগ্নিকারীদের উপর থেকে অধিক কর প্রত্যাহার, কর্পোরেট কর হ্রাস সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া অর্থনীতিকে চাঙ্গা করতে পাঁচ বার রেপো রেট কমিয়েছে আরবিআই।

দিনকয়েক আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় জানিয়েছিলেন, বৃদ্ধি আরও কমতে পারে। কিন্তু এটা মন্দা নয়। কখনওই মন্দা হবে না।