Tuesday, March 25, 2025
খেলা

মায়ের জন্মদিনে গড়লেন ইতিহাস, ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হলেন সিন্ধু

বাসেল: ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসাবে ছিনিয়ে নিলেন বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপের খেতাব। জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন হায়দরাবাদের ব্যাডমিন্টন তারকা সিন্ধু।

এদিন প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে ১১-৪-এ এগিয়ে যাওয়ার পর থেকেই ‘সিন্ধু সিন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ম্যাচ পকেটে পুরতে আর কোনও বেগ পেতে হয়নি তাঁকে।

এই জয়ে উচ্ছ্বসিত সিন্ধু বলেন, আমার কোচ পুলেল্লা গোপীচাঁদ ও সাপোর্ট স্টাফকে অনেক ধন্যবাদ। এই পদক আমার মাকে উত্‍‌সর্গ করছি। আজ তাঁর জন্মদিন।

একাধিকবার বড় ইভেন্টের ফাইনালে এসেই হারতে হয়েছে সিন্ধুকে। কোথাও যেন তাঁর একটা ফাইনাল ফোবিয়া কাজ করত। কিন্তু এদিন কোর্টে নেমে জাপানের ওকুহারাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর এই জয়ের সুবাদেই ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত। ব্যাডমিন্টনে এই প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়ন পেল দেশ।