Tuesday, April 29, 2025
আন্তর্জাতিক

খুশির খবর, পুতিনের মেয়ের শরীরে সফলভাবে অ্যান্টিবডি তৈরি করেছে করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি

মস্কো: গত ১১ আগস্ট স্পুটনিক ফাইভ (Sputnik V) করোনার টিকা অনুমোদন দিয়েছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তাঁর দেশের তৈরি টিকাটি কার্যকর ও নিরাপদ। তাঁর দুই মেয়ের মধ্যে একজন এ টিকা নিয়েছে। সামান্য জ্বর ছাড়া তার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, তাঁর যে মেয়েটি করোনার টিকা নিয়েছিল, তার শরীরে কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন স্পুটনিক-ভি এর কার্যকারিতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সন্দেহ প্রকাশ করেছে। তবে সেইসব দাবি উড়িয়ে দিয়ে পুতিন দাবি করেছেন, স্পুটনিক-ভি ভ্যাকসিন গ্রহণের পর তার মেয়ের শরীরে ‘সফলভাবে’ অ্যান্টিবডি তৈরি হয়েছে।

২৭ আগস্ট রাশিয়ার একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমাদের বিশেষজ্ঞদের কাছে এখন অত্যন্ত স্পষ্ট যে, এই ভ্যাকসিন একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম এবং আমার মেয়ের অ্যান্টিবডি তৈরি করেছে। এটি ক্ষতিকর নয়। ঈশ্বরকে ধন্যবাদ, আমার মেয়ে ভালো আছে।

প্রসঙ্গত, করোনার বিরুদ্ধে লড়তে রাশিয়া আরেকটি টিকা তৈরি করছে। পুতিন জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে সেটি প্রস্তুত হয়ে যাবে। এর আগে তিনি দাবি করেন, স্পুটনিক ভি হল বিশ্বে প্রথম করোনার টিকা। জানিয়ে রাখি, বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেই ঘটনাকে স্মরণে রেখে করোনা টিকার নাম রাখা হয়েছে স্পুটনিক।