Thursday, April 18, 2024
দেশ

নোটে নেতাজির ছবি আনার বিষয়টি বিবেচনা করছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ভারতীয় টাকায় নেতাজির ছবি ছাপার আবেদন বহুদিনের। বাংলার মানুষ এই নিয়ে যেমন এক একটা সময় সরব হয়েছিল, তেমনি বসু পরিবার থেকে বহুবার এই নিয়ে দিল্লিতে দরবারও করা হয়েছে। কিন্তু, এর কোনও ফল মেলেনি। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়েছে। কোনও সরকারই যে এই আবেদনে কর্ণপাত করেনি তা জানিয়েছেন, খোদ নেতাজির পরিবারের সদস্য এবং নেতাজির পপৌত্র চন্দ্রকুমার বসু। তবে এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নোটে আনার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবেচনায় রয়েছে বলে জানালেন চন্দ্রকুমার বসু। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন। আলোচনা করেছেন ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস ঘোষণা করা সহ একাধিক বিষয়ে। আর তারপরই জানালেন, কংগ্রেস সরকারের মতো নয়। নেতাজির বিষয়ে বেশ অনুভূতিশীল বিজেপি সরকার। তাঁর জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষকে সচেতন করার ব্যাপারে যথেষ্ট উদ্যোগী। প্রধানমন্ত্রী তাঁকে দুই বিষয়েই আশ্বস্ত করেছেন বলে জানান চন্দ্রকুমার বসু।

চন্দ্রকুমার বসু জানান, কেন্দ্রের বিজেপি সরকার নেতাজির ব্যাপারে যথেষ্ট উৎসাহী। তাঁর জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা দেশের মানুষকে সচেতন করার ব্যাপারেও নানা পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। সেই আঙ্গিকেই চন্দ্রকুমার বসু আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। নেতাজি পরিবারের এই সদস্য বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি টাকায় এলে এবং এই মহান দেশপ্রেমিকের জন্মদিন দেশপ্রেম দিবস হলে নেতাজিপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক চন্দ্রকুমার বসু

আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২১তম জন্মবার্ষিকী পালিত হবে দেশজুড়ে। পরাধীন ভারতে তৈরি হওয়া সেই আজাদ হিন্দ সরকারের এবার ৭৫ বছর পূর্তি হচ্ছে। তাই নেতাজির স্মৃতিতে এই বছরই যদি নোটে নেতাজির ছবি স্থান দেওয়া হয় এবং এবছরই যদি নেতাজির জন্মদিবস দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা হয়, তার থেকে আর ভালো কিছু হতে পারে না বলে প্রধানমন্ত্রীকে আবেদন জানান চন্দ্রবাবু। উল্লেখ্য, ৯৪৩ সালের ২১ অক্টোবর মণিপুরে অখণ্ড ভারতের প্রথম স্বাধীন সরকার গঠন করেছিলেন নেতাজি।

১৯৪৪ সালে আইএনএ-র পক্ষ থেকে এই নোটটি প্রকাশ করা হয়েছিল

চন্দ্রনাথবাবু নেতাজির জন্মজয়ন্তীকে দেশপ্রেম দিবস ঘোষণার পিছনে যুক্তি দেখান, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। নেহরুর জন্মদিন যদি শিশুদিবস হয়, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন যদি শিক্ষক দিবস হয়, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন যদি একতা দিবস হয় তাহলে নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস বা প্যাট্রিয়টস ডে হবে না কেন ? তিনি জানান ইউপিএ সরকারের আমলেই আমরা এই দাবি জানিয়েছিলাম। রাজ্যের বাম সরকারও কেন্দ্রকে চিঠি লিখেছিল। কিন্তু, সেই সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাদের দাবি খারিজ করে দেন। এখন মোদী সরকারের উপর তাঁর আস্থা রয়েছে বলেই মত প্রকাশ করেন তিনি। তবে এরজন্য তো অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়। সেকথা জানিয়ে  প্রধানমন্ত্রী আমাদের একটু ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন বলেও জানান চন্দ্রবাবু।