Tuesday, March 25, 2025
দেশ

পাকিস্তানি সিরিয়াল দেখার শাস্তি, স্ত্রীর আঙুল কেটে নিলেন স্বামী

পুনে: স্ত্রী নাকি পাকিস্তানি সিরিয়াল দেখতে ভালোবাসেন। বারবার বারণ করা সত্ত্বেও স্বামীর কথায় কানই দেন না তিনি। এ কারণে রেগে গিয়ে ছুরি দিয়ে স্ত্রীর আঙুল কেটে নেয় স্বামী। ঘটনার পর স্ত্রীকে খুনের চেষ্টা মামলায় অভিযুক্ত স্বামী আসিফ সত্তার নায়াবকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুনের সলিশবাড়ি পার্ক এলাকার বাসিন্দা আসিফ সত্তার নায়াব পেশায় হোর্ডিং ব্যবসায়ী। তিনি তার পরিবারের সঙ্গেই থাকতেন। সোমবার সকাল থেকেই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়।

জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী স্বামীকে গুরুত্ব না দিয়ে মোবাইলে পাকিস্তানি সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলেন। সেই রাগেই স্বামী চপার দিয়ে স্ত্রীর ওপর হামলা করেন।

পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আসিফ যখন কাজ থেকে বাড়ি ফেরার পরে তার স্ত্রী মোবাইলে পাকিস্তানি সিরিয়াল পাকিস্তানি ড্রামা‌ দেখছিলেন। আসিফ কথা বলা সত্ত্বেও তিনি কথা বলেন না। আসিফের মনে হয় তার স্ত্রী তাকে এড়িয়ে যাচ্ছে এবং মোবাইলে চলা সিরিয়ালকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এরপরই রাগে আসিফ রান্নাঘর থেকে চপার নিয়ে স্ত্রীর ওপর হামলা করেন। এই হামলার জেরে মহিলার ডান হাতের বুড়ো আঙুল কেটে যায়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার করা হয়েছে স্বামীকে।