Tuesday, December 10, 2024
দেশ

পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করবেন না: রাজ ঠাকরে

মুম্বাই: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪৯ সেনা জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। মুম্বাইয়ের মিউজ়িক কোম্পানিগুলিকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করায় নির্দেশ দিয়েছে MNS-এর চিত্রপট সেনা।

সেনা সুপ্রিমো রাজ ঠাকরে বলেছেন, যেদেশের জঙ্গি সংগঠনের মদতে পুলওয়ামায় ৪৯ সেনা জওয়ানকে অকালে প্রাণ হারাতে হল সেই দেশের গায়কদের মিউজিক অ্যালবাম বার করুক কোম্পানিগুলি চান না ৷ দৃপ্ত কণ্ঠে রাজ ঠাকরে ঘোষণা করেছেন, সব মিউজিক কোম্পানিগুলিকে জানানো হয়েছে, তাঁরা যেন পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করে।

এমএনএস চিত্রপট সেনার প্রধান আমে খোপকার জানিয়েছেন, আমরা ভারতের সব বড় মিউজিক কোম্পানি, যেমন টি-সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিক প্রভৃতির সঙ্গে মৌখিকভাবে কথা বলেছি। তাঁদের বলা হয়েছে, কোনও পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করতে। যারা কাজ শুরু করেছে, তাঁদের ইতিমধ্যেই কাজ বন্ধ করতে বলা হয়েছে। নয়তো আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেব।

সম্প্রতি, ভূষণ কুমারের টি-সিরিজ় কোম্পানি দুটি গানের জন্য পাকিস্তানের গায়ক রাহাত ফাতেহ আলী খান এবং আতিফ আসলামের সঙ্গে চুক্তি করেছিল। অমেয় খোপকার জানান, আমরা সতর্ক করার পরে টি-সিরিজ় গানগুলি তাঁদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানি নায়ক-গায়কদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল রাজ ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মান সেনা। তারমধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের শিল্পীদের।