পাকিস্তান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ভারত
নয়াদিল্লি: পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। হামলায় ভারতের ৪৯ সেনা জওয়ান নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানি সংগঠন জইশ-ই-মহম্মদ এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে।
এই জঙ্গি হামলার পর পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ভারত। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সর্বদলীয় বৈঠক থেকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ৩টা ১৫মিনিট নাগাদ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ধাক্কা মারে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। তারা জানিয়েছে, এই আত্মঘাতী হামলাটি করে ২০ বছর বয়সী আদিল আহমেদ। জঙ্গি আদিল পুলওয়ামারই বাসিন্দা ছিলেন।
প্রসঙ্গত, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। ৪৯ জন জওয়ান শহিদ হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে আসা সেই জওয়ানদের অন্ত্যেষ্টি চলছে নানা প্রান্তে। ফলে সারা দেশ শোকের আবহে ডুবে রয়েছে।