Tuesday, January 14, 2025
দেশ

চাপে পাকিস্তান, পণ্য আমদানিতে ২০০% শুল্ক আরোপ

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় CRPF জওয়ানদের উপর হামলার একদিন পর ১৯৯৬ সালে পাকিস্তানকে দেয়া ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (MFN)’ তকমা ফিরিয়ে নিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তান থেকে আসা যে কোনও দ্রব্যের উপর আমদানি শুল্ক ২০০ শতাংশ বাড়াল মোদী সরকার। শুধু তাই নয় এখন থেকেই লাগু হয়ে যাচ্ছে এই নিয়ম।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এক বিবৃতিতে জানান, কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেবার্ড নেশন’  এর তকমা ফিরিয়ে নিয়েছে। আর এবার শুল্ক ২০০% বাড়ানো হল।

উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের ব্যবসা হয়। এর মধ্যে ভারেতের রপ্তানির পরিমাণই বেশি। পাকিস্তান থেকে ভারত সবজি লোহা থেকে শুরু করে রাসায়নিক দ্রব্য সহ আরও নানা কিছু রপ্তানি করে থাকে। অন্য দিকে  পাকিস্তানও কিছু জিনিস পাঠায় ভারতে। এবার তার জন্য বাড়তি ২০০% শুল্ক দিতে হবে।

এদিকে, কাশ্মীরের জঙ্গি হামলায় যে পাকিস্তান জড়িয়ে আছে তা প্রমাণ করতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নয়াদিল্লি। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে এই তথ্য প্রমাণ গুলি তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।