রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির খারাপ অবস্থার জন্য দায়ী মনমোহন সিং ও রঘুরাম রাজন: নির্মলা সীতারমণ
নয়াদিল্লি: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সবচেয়ে শোচনীয় সময় চলেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের জমানায়, এমনটাই দাবি দেশের বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মঙ্গলবার কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ‘জীবন দান’ করাটাই তাঁর কাছে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ।
নির্মলার মন্তব্যের পাল্টা দিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছেন, বর্তমান মোদী সরকার সমাধানের পরিবর্তে অন্যের ঘাড়ে দোষ চাপাতেই বেশি আগ্রহী। রঘুরাম রাজন সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, মাত্রাতিরিক্ত কেন্দ্রীভূত চরিত্রের ফলে মোদী সরকার দেশের অর্থনীতির জন্য ভালো কিছুই করতে পারেনি, এবং দেশের প্রথম সারির নেতাদের মধ্যে আর্থিক বৃদ্ধি কীভাবে অর্জন করতে হয়, তা নিয়ে সম্যক ধারণা নেই।
এ প্রসঙ্গে নির্মলা সীতারমণ বলেন, রাজনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর থাকাকালীনই যে কোনও নেতাকে শুধু এক একটা ফোন কলের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার চল শুরু হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। রাজন হয়তো বলবেন একমাত্র মনমোহন সিংই দূরদর্শী ছিলেন। সীতারমণ আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য সবচেয়ে খারাপ সময় গিয়েছে রাজন ও মনমোহন জমানাতেই, কিন্তু আমরা সে সময় কেউ তা বুঝি নি।
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, ঋণের ভারে ক্রমশই জর্জরিত হয়ে পড়েছে ব্যাঙ্কগুলি। ২০১১ থেকে ২০১২ সালে যা ছিল ৯,১৯০ কোটি, তা বেড়ে ২০১৩-১৪ সালে হয়েছিল ২.১৭ লাখ কোটি টাকা। এরপরেই ২০১৪ সালের মে মাসে দেশের ক্ষমতায় আসে এনডিএ সরকার।