ভারতের নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চিনা সংস্থা টেনসেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে পাবজি
নয়াদিল্লি: লাদাখে সীমান্তে চিনা আগ্রাসনের জেরে বাড়ছে উত্তেজনা। যার জেরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি। তবে ভারতের নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চিনা সংস্থা টেনসেন্টের (Tencent) সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে পাবজি কর্পোরেশন (PUBG Corporation)। ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পাবজি কর্পোরেশন। তথ্যের সুরক্ষা এবং গ্রাহকের গোপনীয়তার দিকটি পুরোপুরি নিশ্চিত করে ভারতের পুনরায় ফিরতে চায় তারা।
পাবজি কর্পোরেশনের তরফে বলা হয়েছে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছে ভারতে আর পাবজি মোবাইল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকবে না টেনসেন্ট। আগমীদিনে ভারতের মধ্যে যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে পাবজি কর্পোরেশন। অদূর ভবিষ্যতে ভারতে নিজস্ব পাবজির অভিজ্ঞতা প্রদানের বিভিন্ন উপায় খতিয়ে দেখবে সংস্থা। অনুরাগীদের জন্য স্থানীয় এবং স্বাস্থ্যকর গেম খেলার পরিবেশ বজায় রেখেই সেই কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ তাঁরা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে PUBG Mobile ও PUBG Mobile Lite সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, পাবজি-সহ ১১৮ টি চিনা অ্যাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক। তাই এই মোবাইল অ্যাপগুলিকে তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় দেশে নিষিদ্ধ করা হচ্ছে।
এর আগে গত ২৯ জুন টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তারপর জুলাই মাসে ফের ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রের মোদী সরকার। এরপর ফের পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার।


