দেশে PUBG-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার
নয়াদিল্লি: লাদাখে নতুন করে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিন। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক চালালো কেন্দ্রের মোদী সরকার। এবার অত্যন্ত জনপ্রিয় অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করা হল ভারতে। একইসঙ্গে নিষিদ্ধ করা হল আরও ১১৮টি চিনা অ্যাপ। কেন্দ্রের তরফে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা জন্যই এই পদক্ষেপ। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চিনকে সীমান্তের পাশাপাশি ভাতে মারতেও এই পদক্ষেপ নিল মোদী সরকার।
Government blocks 118 mobile apps which are prejudicial to sovereignty and integrity of India, Defence of India, Security of State and Public Order: Govt of India
PUBG MOBILE Nordic Map: Livik, PUBG MOBILE LITE, WeChat Work & WeChat reading are among the banned mobile apps. pic.twitter.com/VWrg3WUnO8
— ANI (@ANI) September 2, 2020
উল্লেখ্য, এর আগে দু’দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হল ভারতে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের জেরে ২০ ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার পর একর পর এক চিনা পণ্য বয়কট করেছে ভারত। অতি-সম্প্রতি চিন ফের তিনবার আগ্রাসন দেখানোর ফের চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক চালালো কেন্দ্র।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, PUBG ও ১১৮টি অ্যাপের ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। এগুলি দেশবাসীর তথ্য চুরি ও অ্যাপ ব্যবহারকারীদের উপর নজরদারি চালাচ্ছিল। তাই অ্যাপগুলি দেশে নিষিদ্ধ করা হল। দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ- ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ২৯ জুন টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, উইচ্যাট, ভিগো লাইভ-সহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর ওই সব অ্যাপের লাইট ভার্সন আরও ৪৯টি ব্যান করা হয়েছিল। কেন্দ্র তখন জানিয়েছিল, আরও ২৫০টি চিনা অ্যাপে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম শাখা। এবার সেই তালিকা থেকে আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হল।


