Sunday, September 15, 2024
দেশ

PUBG খেলতে চাই দামী স্মার্টফোন, না পেয়ে আত্মঘাতী তরুণ

মুম্বাই: প্রযুক্তিনির্ভর এই যুগে ইন্টারনেট ভিত্তিক গেমসের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ ক্রমশই বেড়ে চলেছে। যার বিরূপ প্রভাব পড়ছে সমাজের উপরও। রবিবার মুম্বাইয়ের নেহেরু নগর এলাকায় ঘটে তেমনই এক অনাকাঙ্খিত ঘটনা। অনলাইন ভিত্তিক গেমস প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি) খেলতে নতুন স্মার্টফোন না পাওয়ায় আত্মহত্যা করেছে এক কিশোর।

পুলিশ জানিয়েছে, পাবজি ভিডিও গেমের নেশা ছিল ওই কিশোরের। নেহরু নগরের বাসিন্দা ওই কিশোর সম্প্রতি বাবা-মায়ের কাছে পাবজি গেম খেলার জন্য নয়া মোবাইলের আবদার করেছিল। নতুন মোবাইল কিনতে বাড়ি থেকে ওই কিশোর ৩৭ হাজার টাকা দাবি করে। তবে ২০ হাজার টাকার বেশি দামের মোবাইল দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন কিশোরের বাবা মা। এরপরই রাগে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কিশোর। রান্না ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, পাবজি গেমটি খেলতে ১০০ জন মানুষের প্রয়োজন হয়। ১০০ জনের মধ্যে সবাই গেমস খেলতে খেলতে বাস্তবের মানুষ থাকে না, তারা গেমসটির ভেতরে এমনভাবে মিশে যায় যে তারা নিজেদের যোদ্ধা ভাবতে থাকে। ১০০ জন যোদ্ধার মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই জয়ী হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ১১ বছরের এক শিক্ষার্থীর মা সন্ত্রাস, হিংস্রতা রোধে গেমটি বন্ধ করতে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন।