Tuesday, March 25, 2025
দেশ

পাবজি খেলতে না দেওয়ায় নিজের বাবাকেই খুন করল যুবক

বেঙ্গালুরু: বর্তমানে অনলাইন গেমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে প্লেয়ার আননোউন্‌স ব্যাটল গ্রাউন্ড (পাবজি)। কারও কারও এই গেমের আসক্তি এতটাই তীব্র হয়ে পড়ে যে, তারা ভুলে যান চারপাশের সবকিছু। তবে কর্ণাটকের বেলাগাভির পাবজি খেলা নিয়ে ঘটনায় আতকে উঠলো গোটা দেশের মানুষ। মোবাইলে পাবজি খেলার নেশা যে এত মারাত্মক হতে পারে তা ধারণার বাইরে ছিল অনেকেই। পাবজি খেলবে তাই মোবাইলে রিচার্জ করার জন্যে দরকার ছিলো টাকা। তবে ছেলের আবদারে সাড়া দেননি বাবা। তাই পাবজির নেশায় উন্মত্ত ছেলে রেগে গিয়ে নিজের বাবাকেই খুন করে বসলো।

সংবাদসংস্থা আইএএনসকে বেলাগাভির পুলিশ কমিশনার বিএস লোকেশক কুমার জানিয়েছেন, ন্যক্কারজনক হত্যার ঘটনা এটা। অভিযুক্ত ২১ বছর বয়সী ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করা কে রঘুবীর তাঁর বাবা কে শঙ্করাপ্পাকে রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করে প্রথমে। তারপর নিজের বাবার গলা কেটে দেয় সে। পাবজি খেলার জন্যে নিজের মোবাইলে রিচার্জ করার জন্যে বাবার কাছে টাকা চেয়েছিল সে। বাবা টাকা না দেওয়ায় রাগের বশে বাবাকে খুন করে ছেলেটি। বাবার গলা কেটে দেওয়ার পর উন্মত্ত ওই তরুণ তার বাবার হাত-পাও কেটে দেন।

পুলিশ কমিশনার বিএস লোকেশক কুমার জানান, প্রচণ্ড রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয় শঙ্করাপ্পার। তাঁকে প্রাণে বাঁচাতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ ধারার অধীনে রঘুবীরকে গ্রেফতার করে পুলিশ।

তবে পাবজি নিয়ে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। বর্তমানে গোটা বিশ্বজুড়েই চলছে পাবজি আসক্তি। কয়েকদিন আগে মুম্বাইয়ের এক কিশোর পাবজি খেলার জন্য স্মার্টফোন কেনার বায়না করেছিল। কিন্তু পরিবার কিনে দিতে রাজি না হওয়ায় অভিমানে আত্মঘাতী হয় সে।