বাংলায় বিজেপি মিছিল করলে আটকানো হয় না, দাবি মমতার
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে পঞ্চম পদযাত্রায় মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে আটকানো হল তৃণমূল প্রতিনিধি দলকে। ১৪৪ ধারা জারির অজুহাত দেখিয়ে আটকে দেয়া হল।
মুখ্যমন্ত্রী বলেন, একই কায়দায় গুয়াহাটিতেও তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি মিছিল করলে আটকানো হয় না। তাহলে উত্তরপ্রদেশে কেন বাধা দেওয়া হল।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজ্যেই বিজেপি ক্ষমতায় নেই। সেই রাজ্যগুলিতে বিজেপির সঙ্গে একই আচরণ করলে কি হবে।
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, অন্য দলে থাকলে দোষী, আর বিজেপিতে গেলেই সব মাফ। বিজেপি কি ওয়াশিং মেশিন, যে কেউ যাবেন আর সাদা হয়ে ফিরবেন।