Thursday, June 19, 2025
Latestদেশ

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিলে তাদের পাকিস্তানেই চলে যেতে বলব: মেরঠের এসপি

মেরঠ: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। একটি ভিডিওতে দেখা যায়, সিএএ বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের পাকিস্তান চলে যেতে বলেন মেরঠের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে অখিলেশ নারায়ণ বলেন, ওরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। তাই আমি ওদের পাকিস্তানে চলে যেতে বলেছি। এতে ভুল কি বলেছি?

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের মেরঠে বিক্ষোভ জোরদার হয়েছে। বিক্ষোভ থামাতে পুলিশ আপত্তিকর মন্তব্য করে বসেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে যোগীর পুলিশ অখিলেশ নারায়ণ চিৎকার করে বিক্ষোভকারীদের পাকিস্তানে চলে যেতে বলেছেন।


এ বিষয়ে অখিলেশ নারায়ণ বলেন, আমাদের টহল দিতে দেখে কয়েকজন যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলে পালাতে থাকে। তখন আমি ওদের বলি, তোরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বলে দিচ্ছিস, ভারতকে এতটা ঘৃণা করিস যে পাথর ছুড়ছিস, তাহলে পাকিস্তানেই চলে যা।

অখিলেশ নারায়ণের পাশে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এডিজি প্রশান্ত কুমার বলেন, পাথর ছোড়া হয়েছে। ভারতবিরোধী, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি খুব খারাপ। পিএফআইয়ের পুস্তিকা বিলি হয়েছে। তাতেও সাড়া দেয়নি বিক্ষোভকারীরা। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অখিলেশ নারায়ন এমন কথা বলতেন না। আমাদের অফিসাররা ধৈর্য্য দেখিয়েছেন। গুলি চালাননি।