Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে উত্তাল পাকিস্তানের রাজপথ

ইসলামাবাদ: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানে জোরদার আন্দোলন শুরু হয়েছে। ৩১ অক্টোবর আজাদি মার্চের ঘোষণা দিয়েছেন রক্ষণশীল ইসলামপন্থি দল জমিয়াত উলেমা-ই ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তাঁর অভিযোগ, ইমরান খানের সরকার এই আন্দোলন থামাতে নানা ছল-চাতুরির আশ্রয় নিচ্ছে। কিন্তু এতে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মাওলানা ফজলুর বলেন, জমিয়াত উলেমা-ই ইসলামের নেতাকর্মীদের গণগ্রেফতার করে আজাদি মার্চকে দমিয়ে রাখতে পারবে না। সরকারের সঙ্গে কোনও ধরণের আপোষেও তিনি যাবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ইমরানকে গদিচ্যুত করতে পাকিস্তানে জোরদার আন্দোলন শুরু হয়েছে।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার দাবিতে পাকিস্তানের রাজপথে নেমে পড়েছে কট্টরপন্থী সুন্নি নেতা ফজলুর রেহমানের অনুগামী এবং জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল সংগঠনের লাখো লাখো নেতা-কর্মী-সমর্থক। রেহমানকে ইমরান বিরোধী এই প্রচারণায় সমর্থন জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও। মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে খবর।

ফজলুর রেহমান বলেন, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের সরকার ‘অযোগ্য ও অবৈধ’। নির্বাচনে কারচুপি করে সামরিক সংস্থা তাঁকে ক্ষমতায় বসিয়েছে। রেহমানের দাবি করেন, ইমরান খান সরকারের পররাষ্ট্রনীতির জন্য পাকিস্তান সমগ্র বিশ্বে একা ও বন্ধুহীন হয়ে পরেছে। এই সরকার এক বছরে যে দুর্নীতি করেছে তা পূর্বেকার সকল সরকারের রেকর্ড ভঙ্গ করেছে। ভারতের ৩৭০ ধারা নিয়ে বিশ্ব মঞ্চে মুখ পুড়িয়েছেন ইমরান খান। এবার ঘরে-বাইরে বিদ্রোহের জেরে চরম বিপদের মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।