Friday, June 20, 2025
Latestদেশ

বিশ্বের সর্বোচ্চ যিশু মূর্তি তৈরি করা হচ্ছে কর্ণাটকে

বেঙ্গালুরু: কর্ণাটকে বিশ্বের সর্বোচ্চ যিশু মূর্তি তৈরির জন্যে ১০ একর জমি দান করেছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। ৫৭ বছর বয়সী শিবকুমার বড়দিনে বেঙ্গালুরু থেকে ৮০ কিলোমিটার দূরে কর্নাটকের হারোবেলে গ্রামের কপালিবিতায় ১১৪ ফুট দীর্ঘ যিশু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটিই বিশ্বের সর্বোচ্চ যিশু-মূর্তি হবে বলে দাবি করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে কানাকাপুরার বিধায়ক ডি কে শিবকুমার বলেন, এলাকাবাসী আমায় বলেছিল, হারোবেলে যিশুখ্রিস্টের একটি মূর্তি চান তাঁরা, কেননা ওই এলাকায় যিশুখ্রিস্টের কোনও মূর্তি নেই। আমি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সাহায্য করব এবং আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি।

শিবকুমার আরও বলেন, আমি এমন একটি গ্রাম থেকে নির্বাচিত হয়েছি যেখানে মানুষই আমাকে ভালোবাসা এবং শক্তি দিয়েছে। আমার নির্বাচনী এলাকায় আমি শত শত মন্দির তৈরি করেছি। তিনটি স্থানে ৩০ একরও বেশি সম্পত্তি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে দেওয়া হয়েছে। আমি যে সব সম্পত্তি কিনেছি সেগুলি বিভিন্ন সংস্থায় অনুদান হিসাবে দিয়েছি।

এদিকে, কংগ্রেস নেতার এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রবীণ বিজেপি নেতা তথা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেন, কংগ্রেস রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছে, এদিকে এখন যিশুর মূর্তি তৈরির জন্যে জমি দিচ্ছে।

ঈশ্বরাপ্পা বলেন, যিশুর মূর্তি তৈরির বিরোধিতা করছি না। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র খ্রিস্টান ভোট পেতেই করা হয়েছে। শিবকুমার তো কেম্পে গৌড়ার অনুগামী, আদি চুনচিনগিরি মট স্বামীর ভক্ত। তাহলে তাঁদের মূর্তি তৈরি না করে হঠাত্‍ চার্চকে জমি দেওয়া কেন? হিন্দু ধর্মেও তো বহু দেবতা রয়েছেন, তাঁদের কথা ভাবলেও তো পারতেন।