লাদাখের উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ করা হবে: অমিত শাহ
লেহ: জম্মু-কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। রবিবার লাদাখের রাজধানী লেহতে উইন্টার গ্রেড ডিজেল বিক্রির উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লাদাখের উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শক্তি, সৌরশক্তি, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রের উন্নয়নে এই টাকা বিনিয়োগ করা হবে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উইন্টার গ্রেড ডিজেল বিক্রির উদ্বোধন করেন অমিত শাহ।
Launch of special winter-grade diesel for the UT of Ladakh by Hon. HM @AmitShah. https://t.co/ITUKzk4Lkf
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 17, 2019
এই প্রথমবার ভারতে উইন্টার গ্রেড ডিজেল বিক্রি শুরু হল। আপাতত এর বিক্রি শুধুমাত্র শীতের সময় লাদাখের লেহ ও কার্গিল এবং হিমাচল প্রদেশের কেলং ও কাজায় সীমাবদ্ধ থাকবে। এই ডিজেলের বিশেষত্ব হল সহজে জমে যায় না। অন্যদিকে, সাধারণ ডিজেল বেশি ঠান্ডায় জমে যায়। উইন্ডার গ্রেড ডিজেল মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসেও জমবে না।