Thursday, December 12, 2024
দেশ

বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর সহিংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক: প্রিয়াঙ্কা গান্ধী, মোদী সরকারের হস্তক্ষেপ চাইছেন কংগ্রেস নেত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি: কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চান প্রিয়াঙ্কা গান্ধী

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্প্রতি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনাকে “ভীতির পরিবেশ” বলে আখ্যা দিয়েছেন।

এক্সে একটি পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “বাংলাদেশে ইসকন মন্দিরের সন্ন্যাসীর গ্রেফতার ও সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, এই বিষয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি জোরালো ভাবে তুলে ধরুন।”

কংগ্রেস পার্টিও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারই এর সর্বশেষ উদাহরণ।”

তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা হোক।