চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী
সিডনি: প্রথম ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল বিধ্বংসী সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও একটুর জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। স্বভাবতই অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন পৃথ্বী শ। কিন্তু প্রথম বিদেশ সফরের শুরুটা ভালো হলো না তাঁর। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান পৃথ্বী। ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় অশ্বিনের বলে ম্যাক্স ব্রিয়ান্তের ক্যাচ ধরার চেষ্টায় চোট পান পৃথ্বী। ফিজিও প্যাট্রিক ফার্হার্ত সহ সাপোর্ট স্টাফদের কোলে মাঠ ছাড়তে হয় পৃথ্বীকে। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোট পাওয়া গোড়ালিতে স্ক্যানের জন্য। স্ক্যান রিপোর্টে দেখা যায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর ল্যাটারাল লিগামেন্ট। ফলে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাঠে নামা সম্ভব নয় পৃথ্বীর।
UPDATE – Prithvi Shaw ruled out of First Test against Australia in Adelaide. https://t.co/bOB8e6Ijrv
— BCCI (@BCCI) 30 November 2018
আপাতত ডাক্তার ও ফিজিওর নজরদারিতে রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে পৃথ্বীকে। আশা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের আগে পৃথ্বী ম্যাচ ফিট হয়ে উঠবেন। পৃথ্বীর’র বদলে কে ৬ তারিখ মাঠে নামবে, সেটা এখনও ঠিক হয়নি। তবে পৃথ্বীর পরিবর্তে বিজয়-লোকেশ ওপেনারে ভরসা রাখা ছাড়া উপায় নেই টিম ইন্ডিয়ার। অবশ্য বিকল্প হিসাবে রোহিত শর্মাকেও ওপেনে ব্যবহার করতে পারে টিম ম্যানেজমেন্ট।