নতুন শিখর জয়ের পথে ভারতের নারী শক্তি: মোদী
নয়াদিল্লি: কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে মাউন্ট অ্যাকনকাগুয়া শিখর জয় করার জন্য ১২ বছর বয়সী কামিয়া কার্তিকেয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে নমো বলেন, দেশের মেয়েদের সাহস এবং উদ্যোগ প্রত্যেকের কাছে গর্বের বিষয়। পুরনো নিষেধাজ্ঞার বেড়াজাল অতিক্রম করে নতুন নতুন শিখর জয় করে চলেছে তাঁরা।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের নারী শক্তির বিকাশ সম্পর্কে বলতে গিয়ে মুম্বাইয়ের নৌসেনা শিশু বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কামিয়া কার্তিকেয়নের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী।
Discussing a wide range of subjects during #MannKiBaat. Tune in. https://t.co/JKUBkRqKBt
— Narendra Modi (@narendramodi) February 23, 2020
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি কনিষ্ঠম পর্বতারোহী হিসেবে আর্জেন্তিনায় আন্দেজ পর্বতশ্রেণির উচ্চতম ৬৯৬২ মিটার উঁচু অ্যাকনকাগুয়া শিখর জয় করেন ১২ বছর বয়সী কামিয়া কার্তিকেয়ন।
প্রধানমন্ত্রী বলেন, কামিয়া ভারতকে গর্বিত করেছে। কামিয়া নতুন অভিযান ‘মিশন সাহস’ শুরু করেছে। এই অভিযানে সে প্রতিটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে নামবে। এই কাজে তাকে উত্তর ও দক্ষিণ মেরুতে স্কি করতে হবে। কামিয়াকে এই অভিযানের জন্য শুভকামনা রইল।