জন্মদিনের দুপুরে মায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন মোদী, ছেলেকে ৫০১ টাকা দিলেন মা
গান্ধীনগর: নিজের ৬৯ তম জন্মদিনে শতকাজের মধ্যেও মাকে সময় দিতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে দুপুরের খাওয়াটা মা হীরাবেনের সঙ্গে বসেই সারলেন মোদী। মঙ্গলবার সকালে সর্দার সরোবর বাঁধ পরিদর্শন-সহ একাধিক কাজ সেরে সোজা মায়ের কাছে।
সংবাদ সংস্থা ANI-এর ছবিতে দেখা যাচ্ছে, ৯৮ বছর বয়সী হীরাবেন প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছেন। সোমবার রাতে নিজের রাজ্য গুজরাটে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। সকাল থেকে একাধিক রাজদায়িত্ব পালনের পর মায়ের সঙ্গে দেখা করে পা ছুঁয়ে প্রণাম করলেন। ভারতীয় সংস্কৃতি মেনে ছেলের হাতে মা হীরাবেন তুলে দিলেন ৫০১ টাকা।
Gujarat: Prime Minister Narendra Modi meets his mother Heeraben Modi at her residence, in Gandhinagar. Today is PM Modi’s 69th birthday. pic.twitter.com/vT8X46DfdK
— ANI (@ANI) September 17, 2019
দুপুরে খেতে খেতে ছেলের সঙ্গে গল্পেও মাতলেন বৃদ্ধা মা। চোখেমুখে স্বাভাবিকই কৃতী ছেলের গর্বের ছাপ স্পষ্ট। মধ্যাহ্নভোজনে ছিলো একেবারে সাধারণ গুজরাটি খাবার। রুটি, ডাল, সবজি ইত্যাদি ছিল থালায়।
দ্বিতীয় বার বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার পরে মোদী মায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন। ছেলের শপথগ্রহণও টেলিভিশনের পর্দায় দেখেছিলেন মা হীরাবেন। রাষ্ট্রপতি ছেলের শপথগ্রহণ করানোর সময় তাঁকে হাততালি দিতেও দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, দেশজুড়ে নানা ভাবে পালিত হচ্ছে মোদীর ৬৯তম জন্মদিন। বিজেপির পক্ষ থেকে এই সপ্তাহটি পালিত হচ্ছে ‘সেবা সপ্তাহ’ হিসেবে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন অমিত শাহ ও অন্য গুরুত্বপূর্ণ নেতারা। চালানো হবে সাফাই অভিযান। এছাড়া রক্তদান শিবিরেরও আয়োজন করা হচ্ছে।