Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

মোদীর মুখে ‘নমস্তে শারদে দেবী’ শ্লোক শুনে আপ্লুত কাশ্মীরি পণ্ডিতরা (ভিডিও)

ওয়াশিংটন: হিউস্টনে পৌঁছেই আমেরিকায় বসবাসকারী কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য মোদীকে ধন্যবাদ জানান সুরিন্দর কল নামে কাশ্মীরি পণ্ডিত। সৌজন্য বিনিময় ফাঁকে প্রধানমন্ত্রীর হাতে চুমু খেয়ে সুরিন্দর কল বলেন, ৭ লাখ কাশ্মীরির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।

কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে আলাপচারিতা চলাকালীন ‘নমস্তে শারদে দেবী’ শ্লোক পাঠ করে শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই আবৃত্তি শুনে আরও আপ্লুত কাশ্মীরি পণ্ডিতরা। উল্লেখ্য, শরৎকাল আগত। শরতের শুভ্র আকাশ জানান দিচ্ছে, দিকে দিকে দেবী দুর্গার আগমনী বার্তা। তারই মধ্যে বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীর মুখে এই বার্তা মন ছুয়ে যায়।


কাশ্মীরি পণ্ডিতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। এখন আসুন নতুন কাশ্মীর গড়ে তুলি। আর কোনও দুর্ভোগ থাকবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হাউডি মোদী’ প্রোগ্রামের জন্য হিউস্টনে পৌঁছেছেন। এসময় তাঁকে জমকালো স্বাগত জানানো হয়। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং আন্তর্জাতিক বিষয়ক মার্কিন আধিকারিক ক্রিস্টোফার ওসলান, ভারতে নিযুক্ত মার্কিন দূত কেনেথ জাস্টার-সহ একাধিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। ৫০ হাজার অনাবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা রাখবেন মোদী। ‘হাউডি মোদী’ ইভেন্টে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপ ব্যতীত যে কোনও নির্বাচিত বিদেশী নেতার মার্কিন ভ্রমণে এটিই মানুষের বৃহত্তম সমাবেশ।