নির্যাতিত শরণার্থীদের কি পাকিস্তানে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? প্রশ্ন মোদীর
কলকাতা: দু’দিনের কলকাতা সফরে বেলুড় মঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিবস তথা যুব উৎসব উপলক্ষে সকালে বেলুড় মঠে হাজার হাজার ছাত্র-যুবদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। CAA ইস্যুতে তিনি বলেন, নয়া এই আইনের মাধ্যমে কাউকেই দেশছাড়া হতে হবে না। নাগরিকত্ব আইন নির্যাতিত শরণার্থীদের ভারতে আশ্রয় দেবে।
প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীর নিশ্চিন্তে এদেশে থাকার ব্যবস্থা করবে এই আইন। তিনি বলেন, দেশভাগের পর থেকে পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার হয়েছেন। তাদের কোনওভাবে আবার সেদেশে ফেরাতে তিনি পারেন না। দেশপ্রধান হিসেবে তিনি কি শরণার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন? মঞ্চ উপস্থিত যুব সমাজকে প্রশ্ন করেন তিনি।
On the National Youth Day, I tell the youth of WB, North East, and entire India that any person with any religion from any country can still apply for Indian citizenship.
CAA is not about taking away citizenship, it is about giving citizenship: PM Modi pic.twitter.com/rtgeU9JnXK
— BJP (@BJP4India) January 12, 2020
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় হিংসার শিকার হওয়া শরণার্থীদের জন্যই এই নাগরিকত্ব আইন। যার মাধ্যমে কোনও শরণার্থীকে আর পাকিস্তানে ফিরে যেতে হবে না। তাঁরা জীবনভর ভারতেই থাকতে পারবেন। নাগরিকত্ব আইন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে হাজার হাজার ছাত্র-যুব সম্প্রদায় জমায়েত হয়েছিল বেলুড়ে। তাদের সামনে নাগরিকত্ব আইন নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন নমো। তার সেই বক্তব্যকে সাগ্রহে সমর্থনও করেন উপস্থিত যুবরা। এ বিষয়ে মোদী বলেন, দেশের যুবসমাজ তার কথা বুঝলেও, অনেক রাজনীতিকরা এই কথা বুঝতে পারছেন না।