Monday, March 24, 2025
আন্তর্জাতিক

ভারতীয় পণ্য যাচ্ছে না; পাকিস্তানের ঈদের আনন্দ ফিকে

ইসলামাবাদ: ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তাই ঈদের মুখে পাকিস্তানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কূটনেতিক স্তরে ভারতের সঙ্গে পাকিস্তান সরকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় জিনিস যোগাড় করতেই নাজেহাল হয়ে পড়ছে দেশটির জনগণ। ভারত থেকে টমেটো না যাওয়ায় ইতিমধ্যে পাকিস্তানে টমেটোর কেজি ৩০০ টাকার বেশি।

পাকিস্তানিদের উদ্বেগ, মুদ্রাস্ফীতির জেরে এমনিই জিনিসপত্রের দাম বাড়ছে। তার উপরে ভারত থেকে পেঁয়াজ ও অন্যান্য পণ্যের আমদানি বন্ধ হওয়ায় চাপ আরো বাড়ছে। যার ফলে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ, টমেটো-সহ বিভিন্ন সবজি পাকিস্তানের কাঁচা বাজারের চাহিদা মেটায়। কিন্তু বাণিজ্য সম্পর্ক বাতিল হওয়ায় পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুঙ্গে।

ইসলামাবাদের এক গৃহবধূ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, রোজগার বাড়ছে না। দুধ থেকে শাক-সবজি বা মাংসের দাম বেড়েই চলছে। এখন ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ হওয়ায় প্রতিদিনের ব্যবহারের জিনিসের দাম আরো বাড়বে।

জিনিসপত্রের আশঙ্কায় ভুগছেন রাস্তার সবজি বিক্রেতা ইফতিকারও। তাঁর আশঙ্কা, ইদের আর মাত্র ৩-৪ দিন বাকি। বাজার একেবারে মন্দা। সবজি-পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপরে নির্ভরশীল। সবজি দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবার। আমরা কী খাব? ইমরান খান কী চাইছেন জানি না।

ব্যাংক কর্মী আসফাক বলেন, ঈদের আনন্দই এবার ফিকে হয়ে গেছে। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে আমাদের অর্থনীতি বিপর্যস্ত করার পিছনে ইমরান সরকারের কী ভাবনা বুঝতে পারছি না।

৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বাণিজ্য বন্ধের পাশাপাশি ৫ সেপ্টেম্বর পর্যন্ত আকাশসীমা বন্ধ। সমঝোতা ও থর এক্সপ্রেস ট্রেন দুটিও বাতিল করেছে তারা।