রামমন্দির আন্দোলনে ছিলাম, কথা দিয়েছিলাম, কথা রেখেছি: দিলীপ ঘোষ
কলকাতা: অযোধ্যার মামলার ঐতিহাসিক রায় প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ‘নৈতিক জয়’ হয়েছে বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি বলেন, সেই ১৯৮৬ সাল থেকে আমিও রামমন্দির আন্দোলনে ছিলাম। পাশাপাশি, দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন নীরব কেন তৃণমূল নেতারা?
রামমন্দির নির্মাণ ইস্যুতে তৃণমূলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যের শাসকদল জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে অবস্থান নেওয়ার ক্ষেত্রে নীরব থাকতেই পছন্দ করে।
Live : Press conference by BJP State President Shri @DilipGhoshBJPhttps://t.co/b2Ys07pYed
— BJP Bengal (@BJP4Bengal) November 9, 2019
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, আমি শীর্ষ আদালতকে ধন্যবাদ জানাতে চাই এই ঐতিহাসিক রায়ের জন্য। আমাদের সবার উচিৎ আদালতের রায়কে শ্রদ্ধা করা। আমরা আশাবাদী শীঘ্রই মন্দির নির্মাণ করা হবে। শত শত কর সেবক, যারা এই রাম জন্মভূমি আন্দোলনের সময় নিজেদের জীবন হারিয়েছেন, তাঁদের আত্মা এবার শান্তি পাবে।
দিলীপ ঘোষ আরও বলেন, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা খুশি। বিজেপি কথা দিয়েছিল, কথা রাখলো। আমাদের কাছে এটা গর্বের মুহূর্ত। রামমন্দির নির্মাণের মাধ্যমে ভারতের গৌরবযাত্রা ফের শুরু হবে। দিলীপ ঘোষের দাবি, আমাদের নৈতিক জয় হয়েছে। আমিও রাম মন্দির আন্দোলনে যুক্ত ছিলাম। ১৯৮৬ সাল থেকে যুক্ত ছিলাম। আজ একটা গুরুত্বপূর্ণ দিন।