রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে মোদীর বক্তব্য শুনতে হঠাৎই হাজির ট্রাম্প
নিউ ইয়র্ক: প্রচন্ড ব্যস্ততার কারণ দেখিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ আলোচনাসভায় নির্ধারিত সূচিতে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎই মোদীর বক্তব্য শুনতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ট্রাম্প! শ্রোতার আসনে বসে শুনলেন মোদীর ভাষণ। এরপর মোদীর বক্তৃতা শুনে হাতে তালি দেন ট্রাম্প।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিওকে সঙ্গে নিয়ে ট্রাম্প হঠাৎই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে ছিলেন প্রায় ১৫ মিনিটের মতো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ছাড়া জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের বক্তব্য শুনে বেরিয়ে যান ট্রাম্প।
মোদীর ভাষণ চলাকালীন ট্রাম্পকে হাত তালি দিতেও দেখা যায়। সেই সময় মোদী জলবায়ু পরিবর্তনে ভারতের গৃহীত পদক্ষেপ সমূহ নিয়ে বলছিলেন। এছাড়াও বিশ্বের দরবারে ভারতের চেষ্টা সমূহ তুলে ধরেন মোদী।
President Trump and VP Pence attend then leave climate summit at United Nations. #UNGA. pic.twitter.com/5a0e0Km7lx
— The Hill (@thehill) September 23, 2019
এদিন সম্মেলনে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে আনতে সমাজে মৌলিক রূপান্তর প্রয়োজন, যেমন দূষণের জন্য ট্যাক্স এবং অন্যান্য ব্যবস্থা চালু করা। বিজ্ঞানও আমাদের জানিয়েছে, এখনও খুব দেরি হয়ে যায়নি। আমরা তা সম্ভব করতে পারি।
প্রসঙ্গত, এর আগে গত রবিবার সন্ধ্যায় হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয়। মোদীর সঙ্গে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।