মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
নয়াদিল্লি: আজ মহাষ্টমী। সকাল থেকেই বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার ভিড়। বেলা বাড়তেই কুমারী পুজো ও সন্ধি পুজো। আনন্দ গায়ে মেখে রাতভর মণ্ডপমুখী দর্শনার্থীরা। দুর্গাপুজোর মহাঅষ্টমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলায় লিখেছেন, দুর্গাপুজো উপলক্ষ্যে প্রত্যেক ভারতীয় নাগরিক ও প্রবাসী ভারতীয়দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব হল অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের। দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশে সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন। দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
— President of India (@rashtrapatibhvn) October 6, 2019
আজ, রবিবার মহাষ্টমীর সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। পুরোহিতের কথা শুনে মন্ত্র উচ্চারণ করে ফুল হাতে অঞ্জলির পালা চলছে। অঞ্জলি সেরেই ঠাকুর দেখতে বের হওয়ার অপেক্ষা। বাঙালির কাছে বছরের এই দিনটা শুধুই উৎসবের। প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পূজার প্রস্তুতি। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য।