সই করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হলো মহিলা সংরক্ষণ বিল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন অ্য়াক্টে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে আইনে পরিণত হলো মহিলা সংরক্ষণ বিল। নয়া এই আইনের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় মহিলাদের আসন ৩৩ শতাংশ সংরক্ষণ করা যাবে। জনগণনা ও খসড়া তালিকা প্রকাশের পর এই আইন কার্যকর করা হবে। মনে করা হচ্ছে ২০২৯ সালে লোকসভা ভোটে এই আইন কার্যকর করা হতে পারে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৩ মহিলা সংরক্ষণ বিলে সই করেছেন রাষ্ট্রপতি। এর আগে বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই বিলে সম্মতি জানান। তারপর বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি সই করায় বিলটি আইনে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ৪৫৪টি ভোট পড়েছিল। ২টি ভোট বিলের বিপক্ষে পড়েছিল।
