Wednesday, November 19, 2025
দেশ

চিন-পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত আমরা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি: গালওয়ানে সংঘর্ষের পর এখনও চিনের সঙ্গে ভারতের ঠান্ডা যুদ্ধ অব্যাহত। এই আবহেই হুঙ্কার দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া। তিনি বলেন, চিনের বিরুদ্ধে পাল্লা দিতে ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বায়ুসেনা প্রধান বলেন, শুধু চিন নয়, চিন যদি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটির সাহায্যও নেয় তা হলেও চিন-পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত বায়ুসেনা।

সোমবার একটি অনুষ্ঠানে বায়ুসেনা প্রধানের কাছে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ হলে ভারত কতটা প্রস্তুত তা জানতে চাওয়া হয়। তার জবাবে বায়ুসেনা প্রধান বলেন, চিন পাকিস্তানের বিমানঘাঁটি ব্যবহার করবে কিনা তা নিয়ে আমার কিছু বলার নেই। যুদ্ধ পরিস্থিতিতে চিন সেটা করতেও পারে। তবে আমরা উভয় শক্তির মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

ভারতীয় বায়ুসেনা খুব ভালো অবস্থায় রয়েছে দাবি করে বায়ুসেনা প্রধান বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। ভবিষ্যতে যে কোনও ধরনের যুদ্ধজয়ের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

হুঁশিয়ারির পাশাপাশি চিনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। বায়ুসেনা প্রধান বলেন, লাদাখের পরিস্থিতি প্রমাণ করেছে, আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং সতর্ক। এটা একটা উদাহরণ। প্রয়োজনে বায়ুসেনাও তাঁদের দক্ষতা প্রমাণ করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তা সফল না হলে যেকোনও পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা।