বিশ্বের সেরা ১০০টি সুপার কম্পিউটারের মধ্যে ভারতের ‘প্রত্যুষ’ ও ‘মিহির’
নয়াদিল্লি: বিশ্বের ১০০টি সেরা শক্তিশালী সুপার কম্পিউটারের মধ্যে জায়গা করে নিল ভারতের ‘প্রত্যুষ’ ও ‘মিহির’। ১০০টি সুপার কম্পিউটারের মধ্যে ‘প্রত্যুষ’ ও ‘মিহির’-এর র্যাঙ্ক যথাক্রমে ৪৫ ও ৭৩। টপ-৫০০ গ্লোবাল ইনস্টিটিউটের তালিকায় গত বছর বিশ্বের সেরা ৫০০টি সুপার কম্পিউটারের তালিকায় জায়গা করে নিয়েছিল ‘প্রত্যুষ’ ও ‘মিহির’। এ বছর ভারতের দুই সুপার কম্পিউটার চলে এল একেবারে বিশ্বের সেরা ১০০টি সুপার কম্পিউটারের মধ্যে।
টপ-৫০০ গ্লোবাল ইনস্টিটিউট শক্তিশালী সুপার কম্পিউটারগুলির ক্ষমতা সম্পর্কে ট্র্যাক রেকর্ড করে রাখে। বিশ্বের সেরা ১০০টি সুপার কম্পিউটারের মধ্যে ‘প্রত্যুষ’ এর অবস্থান ৪৫ নম্বরে এবং ‘মিহির’ এর অবস্থান ৭৩ নম্বরে। ‘প্রত্যুষ’ বসানো আছে পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজিতে (আইআইটিএম)। ৪.০ পেটাফ্লপ প্রসেরার সম্বলিত ‘প্রত্যুষ’ সুপার কম্পিউটার আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের সংকেত দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
অন্যদিকে ‘মিহির’ বসানো আছে নয়ডার ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদারে। ‘মিহির’-এর রয়েছে ২.৮ পেটাফ্লপ প্রসেসার। ‘মিহির’ এবং ‘প্রত্যুষ’ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। উল্লেখ্য, ভারতের আরও ৪টি সুপার কম্পিউটার হল সহস্রা (XC40), আদিত্য, টিআইএফআর কালার বোসন, আইআইটি দিল্লি এইচপিসি।
প্রসঙ্গত, এই মুহূর্তে সেরা পাঁচশোর তালিকায় এক নম্বরে রয়েছে চিনের তৈরি সানওয়ে তাইহুলাইট। যেটি বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটার। ২০ পেটাবাইট (২০ লাখ গেগাবাইট) জায়গা সম্পন্ন সানওয়ে তাইহুলাইট কম্পিউটারের গতি ৯৩.০১ পেটাবাইট ফ্লপস।