Wednesday, November 19, 2025
দেশ

‘একটি যুগের অবসান হল’, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ টুইটে এ খবর জানিয়েছেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়৷ গত ৩ সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।

মৃত্যুকালে প্রণব মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮৪। প্রণববাবুর প্রয়াণে ভারতীয় রাজনীতি ও প্রশাসনিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

টুইটে রামনাথ কোবি লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়েছি। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাাচ্ছি।

বীরভূমের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। প্রায় সাড়ে চার দশকের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার (পাঁচ বার রাজ্যসভা ও দুই বার লোকসভা মিলিয়ে) সাংসদ হয়েছেন তিনি। কেন্দ্রের বিভিন্ন সরকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন তিনি। পাশাপাশি, অধিকাংশ মন্ত্রিগোষ্ঠীর শীর্ষ দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১২ সালে ভারতের প্রথম বাঙালি এবং দেশের ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়।