Monday, November 17, 2025
দেশ

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর৷ সোমবার বিকাল সাড়ে ৫টা নাগাদ প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে জানান, বাবা আর নেই। দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

এদিন সকালেই সেনা হাসপাতাল তরফে জানানো হয়, আগের থেচে আরও অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। সোমবার টুইটে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানান, দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন তিনি। তাঁকে ২০১৯ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়৷ ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন৷ ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি৷

গত ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায়। তারপর তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছিল, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ক্রমশ তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়। মূত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর। হাসপাতালে ভর্তির ২২ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়।