‘গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ গ্রহণ করে ১৬৫০ একর রিজার্ভ ফরেস্ট সংরক্ষণের দায়িত্ব নিলেন ‘বাহুবলী’ প্রভাস
হায়দরাবাদ: গ্রীন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে ১৬৫০ একর জমি নিলেন দক্ষিনী সুপারস্টার প্রভাস। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা নিজেই। ইন্সটাগ্রামে প্রভাস জানিয়েছেন, আমি বরাবরই প্রকৃতি প্রেমী। সেজন্য খাজিপল্লী রিজার্ভ ফরেস্টের ১৬৫০ একর রিজার্ভ জমি দত্তক নিয়েছি। এই বন হায়দরাবাদের কাছেই অবস্থিত।
প্রভাস বলেন, আমার এই উদ্যোগটি হায়দরাবাদ শহরের ফুসফুস হিসেবে কাজ করবে। এই মহান কাজে সাহায্য করার জন্য রাজ্য সভার সদস্য সন্তোষ কুমার এবং তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, কৃতজ্ঞতা প্রকাশ করছি রিজার্ভ ফরেস্টের বনবিভাগের কর্মকর্তাদের প্রতি।
উল্লেখ্য, চলতি বছরের জুনে ‘গ্রিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জের সূচনা করেন রাজ্য সভার সদস্য সন্তোষ কুমার। তাঁর সেই চ্যালেঞ্জ গ্রহন করেন প্রভাসের কাকা কৃষ্ণম রাজু। পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রভাসকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তারই প্রেক্ষিতে তেলেঙ্গানার কেসারা এলাকাতেও ১ হাজার জমি দত্তক নেন প্রভাস।
“Better things will inevitably happen when you think in a right way”
Another Big Moment in #GreenIndiaChallenge, as @PrabhasRaju has come forward to adopt 1650 acres of Kazipalli reserve forest n handed over Rs.2Cr and promised to assist further based on progress & requirement. pic.twitter.com/zy1nr1UaZi
— Santosh Kumar J (@MPsantoshtrs) September 7, 2020
এবার হায়দরাবাদ শহরের খুব কাছেই ১৬৫০ একরের খাজিপল্লী রিজার্ভ ফরেস্ট (Kazipalli Reserve Forest) সংরক্ষণের দায়িত্ব নিলেন প্রভাস। রিজার্ভ ফরেস্টের বনভূমি সংরক্ষণের জন্য বন উন্নয়ন দফতরের হাতে ২ কোটি টাকার চেক তুলে দিয়েছেন অভিনেতা। এদিন আরবান ফরেস্ট পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রভাস। একটি টেম্পোরারি ওয়াচ টাওয়ার থেকে বনভূমি পরিদর্শন করেন তিনি। এরপর বৃক্ষরোপণ করেন।
উল্লেখ্, খাজিপল্লী রিজার্ভ ফরেস্ট নানাবিধ ঔষধি সমৃদ্ধ গাছে পরিপূর্ণ। জানা গিয়েছে, ১৬৫০ একর এই বনভূমি প্রথমে জালের বেড়া দিয়ে ঘিরে ফেলা হবে। তারপর ইকোলজিক্যাল পার্ক গড়ার কাজ শুরু হবে সেখানে।


