Monday, July 22, 2024
আন্তর্জাতিক

ফিজিতে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ফিজি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.২। স্থানীয় সময় রবিবার বেলা ১২ টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে, টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে। তবে ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রের নীচে হওয়ায় ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই। জারি করা হয়নি কোনও সুনামির সতর্কতাও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎস্যস্থল ছিল এনডই দ্বীপপুঞ্জ। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫৫৯.৬ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয়।

প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানায় জানায় মার্কিন ভূতত্ব সংস্থা ইউএসজিএস, পরে এর মাত্রা ৮ দশমিক ২ বলে জানানো হয়। অনেক গভীরে উৎপত্তি না হলে এই মাত্রার ভূমিকম্প ভীষণ ক্ষয়ক্ষতির কারণ হতো।

প্রসঙ্গত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত ফিজি দ্বীপপুঞ্জ অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। তবে, এই ভূমিকম্পের মাত্রাটা জোরাল হওয়ায় আফটারশকের সম্ভাবনারও পূর্বাভাস দিলেন মার্কিন ভূতত্ত্ববিদরা।