সত্যিটা সামনে আনল দিল্লি পুলিশ, বামেরাই হামলা চালিয়েছে জেএনইউতে: জাভড়েকর
নয়াদিল্লি: গত ৫ জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। দিল্লি পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, ঐশী-সহ কয়েকজন ওই হামলা চালিয়েছিল। ঐশী ছাড়াও চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকরাজ, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পটেলের নাম প্রকাশ করেছে দিল্লি পুলিশ।
বাম ছাত্রছাত্রীদেরই অভিযুক্ত হিসাবে চিহ্নিত করার পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, প্রমাণ হয়ে গেল, গত ৫ দিন ধরে অহেতুকই বিজেপি, এবিভিপিকে দোষারোপ করা হয়েছে। এবিভিপিকে কালিমালিপ্ত করতে নোংরা প্রচার চালানো হয়েছে। দিল্লি পুলিশই সত্যিটা প্রকাশ করল।
Delhi Police probe so far has also established that Left leaning students had carried out a planned attack. They destroyed server of the university to stop registration of students, disabled CCTV cameras, & hit students in Periyar hostel. #LeftBehindJNUViolence
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 11, 2020
সংবাদসংস্থা এএনআইকে জাভড়েকর বলেন, দিল্লি পুলিশের সাংবাদিক বৈঠকে স্পষ্ট হয়ে গেল, অহেতুকই বিজেপি ও এবিভিপির উপর যে দোষ চাপানো হচ্ছিল। বামেরাই পূর্বপরিকল্পিত করে হামলা চালিয়েছে, সিসিটিভি অকেজো করেছে, সার্ভার নষ্ট করেছে।
জাভড়েকর আরও বলেন, জেএনইউ পড়ুয়াদের বিক্ষোভ বন্ধ করা উচিত এবং পঠনপাঠন শুরু করা উচিত। তদন্তে সহযোগিতা করা দরকার। লোকসভা নির্বাচনে সিপিআই, সিপিএম, আপকে মানুষ বর্জন করেছে। তাই তারা এখন নিজেদের স্বার্থে ছাত্র-ছাত্রীদের ব্যবহার করছে।