Sunday, September 15, 2024
দেশ

উত্তরপ্রদেশ থেকে ধৃত দেশবিরোধী চক্রান্তে যুক্ত পাকিস্তানি WhatsApp গ্রুপের অ্যাডমিন

লখনউ: পাকিস্তানের যোশ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভারতবিরোধী ও আপত্তিজনক প্রচার চালানো হচ্ছিল। সেই মেসেজগুলি দেখতে পেয়ে কিছু মানুষ অভিযোগ জানান উত্তরপ্রদেশ পুলিশের সাইবার সেলে। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের বাগাপত জেলা থেকে ওই গ্রুপের অ্যাডমিন নাইম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। নাইমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় দেশবিরোধী চক্রান্ত সহ একধিক মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল। পালরা গ্রাম থেকে ওই গ্রুপের অ্যাডমিন নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রুপের বাকি যারা অ্যাডমিন আছে তারা বিদেশের। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে।

যদিও ধৃত নাইম নিউজ এজেন্সি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, একটি লিঙ্কের মাধ্যমে তাকে ওই গ্রুপে অ্যাড করা হয়েছে। মাত্র কিছুক্ষণ আগেই তাঁকে বিতর্কিত, দেশবিরোধী গ্রুপের অ্যাডমিন করেছে। নাইম আরও জানিয়েছেন, ১০০ থেকে ১৫০ মানুষ ছিলেন সেই গ্রুপে। কাউকেই চেনেন না তিনি এমনকি অ্যাডমিনকেও নয়। গ্রুপের মেসেজগুলিও কোনওদিন দেখিনি বলে দাবি করেছেন ধৃত নাইম।