Friday, March 21, 2025
দেশ

পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, ভারত তার দখল নেবেই: জয়শঙ্কর

নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং একদিন ভারত তা দখলে নেবেই। মঙ্গলবার স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কে মানুষ কী বলছে, তা সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার, তা বদলাচ্ছে না। কারণ দিনের শেষে ইস্যুটা আমাদের নিজেদের। এই ইস্যুতে আমাদের অবস্থান বহাল থেকেছে, থাকবেও।

জয়শঙ্কর বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আজ হোক বা কাল, ভারত তার দখল নেবেই। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিষয়টিকে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান। যদিও এই ইস্যুতে ভারতেই গুরুত্ব দিচ্ছে গোটা বিশ্ব, একমাত্র চিন ছাড়া।


পাক অধিকৃত কাশ্মীর দখল নিয়ে একাধিকবার হুঙ্কার ছেড়েছেন বিজেপি নেতারা। জয়শঙ্করের মতো একই সুরে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, সেনাবাহিনী তৈরি আছে। সরকার সিদ্ধান্ত নিলেই পাক অধিকৃত কাশ্মীর দখলে ঝাঁপিয়ে পড়বে তাঁরা।

প্রসঙ্গত, মোদী সরকার বরাবরই বলে আসছে, পাকিস্তানের সাথে এখন কথা হবে কাশ্মীরকে নয়, কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই।