Tuesday, March 25, 2025
দেশ

৩৭০ ধারা বাতিলের পর মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর: কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর মোদী সরকারের পরবর্তী লক্ষ্য হতে চলেছে পাক আধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গলবার জিতেন্দ্র সিং জানিয়েছেন, দ্বিতীয়বার বিপুল ভোটে মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনের সব থেকে বড় সাফল্য জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা ৷ মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়া।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তবে এটা যে কেবলমাত্র আমি বা বিজেপি সরকারের লক্ষ্য এমনটা নয় বরবারই এটা ভারতের লক্ষ্য। ১৯৯৪ সালে পি ভি নরসিংহ রাওয়ের আমলে সংসদে এনিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিতেন্দ্র সিং বলেন, উপত্যকা এখন মোটেও অবরুদ্ধ নয়। কারফিউও জারি করা হয়নি। সেখানকার পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তিনি জানান, মোদী সরকার গত কয়েক বছরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল ৩৭০ ধারা বাতিল করা। এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরের জনগণ ভারতের অন্যান্য নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা পাবে।

প্রসঙ্গত, জিতেন্দ্র সিং উধমপুর-কাঠুয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তিনি আরও জানান, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করা শুধুমাত্র তাঁর কিংবা তাঁর দলের দায়িত্ব নয় এই দায়িত্ব গোটা দেশের। তাই পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করাই মোদী সরকারের পরবর্তী লক্ষ্য।