Friday, June 20, 2025
Latestদেশ

জঙ্গিরাই নিয়ন্ত্রণ করে পাক অধিকৃত কাশ্মীর: সেনাপ্রধান‌ বিপিন রাওয়াত

নয়াদিল্লি: পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারিও দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-কে জঙ্গি নিয়ন্ত্রণাধীন বললেন তিনি। পাকিস্তানকে হুঁশিয়ারিও দিয়ে শুক্রবার জেনারেল বিপিন রাওয়াত বলেন, ভারতে কোনও ধরনের আক্রমণের চেষ্টা হলে, তার ফল ভালো হবে না। তিন বলেন, পাকিস্তানের তরফে আক্রমণের প্রচেষ্টা করলে, ভারতীয় সশস্ত্র বাহিনী তা রুখে দিতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

বিপিন রাওয়াত বলেন, পাক অধিকৃত কাশ্মীর হল জঙ্গি নিয়ন্ত্রিত অংশ। ৩৭০ ধারা বাতিল পরবর্তী জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বিলোপ করার পর জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ কমে গিয়েছে।

সেনাপ্রধান বলেন, যখন ৩৭০ ধারা আনা হয়েছিল, তখন পাকিস্তানের তরফে কোনও বাধাদান করা হয়নি। তাহলে কেন পাকিস্তান হঠাৎ জেগে উঠলো এবং জম্মু ও কাশ্মীর সম্পর্কে নিয়ে কথা বলছেন? কেননা, পাক অধিকৃত কাশ্মীর বেআইনি ভাবে দখল করা হয়েছে, সেটি পাকিস্তান প্রশাসন চালায় না। এটা নিয়ন্ত্রণ করে জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীর আসলে একটি জঙ্গি নিয়ন্ত্রিত অংশ।

ভারতীয় সেনাপ্রধানের কথায়, পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকস্তানের নির্বাচিত সরকারের হাতে নেই। গোটা এলাকা নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীর আসলে পাকিস্তানের জঙ্গিশাসিত অঞ্চল।